গণশিক্ষা এবং মসজিদভিত্তিক মক্তব প্রকল্প
আল কুরআনের প্রথম বাণী ‘পড়, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।’ (সূরা আলাক-১)
মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্ব শ্রেষ্ঠ, যে কুরআন শিক্ষাগ্রহণ করে এবং শিক্ষাদান করে।’ (সহিহ বুখারি-৫০২৭)
সমাজের বহু মানুষ ধর্মের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত। অনেকে ধর্মীয় শিক্ষা অর্জনের সময়-সুযোগ পান না। দুঃখের সঙ্গে বলতে হয় বাংলাদেশে এ রকম হাজার হাজার পাড়া-মহল্লা আছে যেখানে কুরআন শিক্ষার কোনো ব্যবস্থা নেই। বিশেষত মফস্বল জেলাগুলোর গ্রামাঞ্চলে মুসলমানদের জন্য ধর্মীয় শিক্ষার তেমন কোনো ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। দেশের সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সর্বসাধারণ যাতে অতি সহজে অল্প সময়ে পবিত্র কুরআন শরিফ শিখে নিজেকে আলোকিত মানুষ হিসাবে গড়তে পারেন, এ জন্যই নুরুল ইসলাম ফাউন্ডেশন মসজিদভিত্তিক মক্তব প্রকল্প চালু করেছে। এসব মক্তবে মুসলমানদের বিশুদ্ধভাবে পবিত্র কুরআন শরিফ, দোয়া-দরুদ, নামাজ-কালাম ও দ্বীনের প্রয়োজনীয় মাসআলা-মাসায়িল শেখানোর পাশাপাশি কুরআনের অর্থ ও মর্ম বুঝতে বিশেষভাবে সহযোগিতা করা হয়। একই সঙ্গে দেশের নিরক্ষর নাগরিকদের অক্ষর জ্ঞান দানের কার্যক্রমও চালাচ্ছে নুরুল ইসলাম ফাউন্ডেশন।
উল্লেখ্য, গণশিক্ষা ও মসজিদভিত্তিক মক্তব প্রকল্পের অধীনে নারীদের জন্য মহল্লার বিশেষ স্থানে নারী শিক্ষিকার মাধ্যমে আমাদের এ মক্তব কার্যক্রম পরিচালিত হচ্ছে।