যৌতুকবিহীন বিবাহ প্রকল্প
ইসলাম যৌতুক প্রথাকে সমর্থন করে না। নারী নিগ্রহের এ প্রথা ইসলামও সামাজিক বিধানের সম্পূর্ণ পরিপন্থী। যৌতুককে শোষণ এবং নারী নিগ্রহের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় আমাদের সমাজে। যৌতুক আদায়ের জন্য স্ত্রীর ওপর দৈহিক নির্যাতন চালানো এমনকি হত্যার ঘটনাও ঘটে। অথচ ইসলামের দৃষ্টিতে এ ধরনের অমানবিক আচরণ হারাম। প্রচলিত যৌতুক প্রথা সমাজকে এতটাই আক্রান্ত করেছে যে, আমাদের দেশে যৌতুক ছাড়া বিয়ে হয় না বললেই চলে।
বিবাহযোগ্য মেয়ের অভিভাবকরা তাদের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে যৌতুক দিতে বাধ্য হন। যারা যৌতুক নেন তারা অন্যায়ভাবে এ অর্থ বা সম্পদ নেন। এটি অবৈধ এবং সুনিশ্চিতভাবে গুনাহের কাজ।
নুরুল ইসলাম ফাউন্ডেশন যৌতুকবিরোধী প্রচারণার পাশাপাশি দেশের এতিম অসহায় গরিব পরিবারের মেয়েদের যৌতুকবিহীন বিবাহের আয়োজনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।