নুরুল ইসলাম শিক্ষাবৃত্তি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি হয়তো জ্ঞানী হও, অথবা জ্ঞানান্বেষী হও, অথবা মনোযোগ সহকারে জ্ঞান শ্রবণকারী হও, অথবা জ্ঞান ও জ্ঞানীদের ভালোবাস। (এই চার ব্যতীত) পঞ্চম প্রকার হয়ও না, নতুবা ধ্বংস হয়ে যাবে। পঞ্চম প্রকার এই যে, তুমি জ্ঞান ও জ্ঞানীদের সঙ্গে শত্র“তা পোষণ কর। (ইমাম বায়হাকির শুয়াবুল ইমান হা-১৫৭৯; বাযযার হা-৩০৮৯; আল মুজামুল আওসাত হা-৫৩১৩; মুজামুল সাগির হা-৭৮৮)
জ্ঞানের বিস্তার ও মেধার বিকাশে গরিব শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তি, আর্থিক সহায়তা ও শিক্ষাপোকরণ প্রদান বা তাদের শিক্ষার যাবতীয় দায়িত্বগ্রহণ করে নুরুল ইসলাম ফাউন্ডেশন।