Loader
শিক্ষা, শান্তি, সেবা ও সামাজিক উন্নয়নই নুরুল ইসলাম ফাউন্ডেশন-এরমূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকার-এর মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণই আমাদের একমাত্র ব্রত। আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণপোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখি আমরা।

নুরুল ইসলাম শিক্ষাবৃত্তি


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি হয়তো জ্ঞানী হও, অথবা জ্ঞানান্বেষী হও, অথবা মনোযোগ সহকারে জ্ঞান শ্রবণকারী হও, অথবা জ্ঞান ও জ্ঞানীদের ভালোবাস। (এই চার ব্যতীত) পঞ্চম প্রকার হয়ও না, নতুবা ধ্বংস হয়ে যাবে। পঞ্চম প্রকার এই যে, তুমি জ্ঞান ও জ্ঞানীদের সঙ্গে শত্র“তা পোষণ কর। (ইমাম বায়হাকির শুয়াবুল ইমান হা-১৫৭৯; বাযযার হা-৩০৮৯; আল মুজামুল আওসাত হা-৫৩১৩; মুজামুল সাগির হা-৭৮৮)
জ্ঞানের বিস্তার ও মেধার বিকাশে গরিব শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তি, আর্থিক সহায়তা ও শিক্ষাপোকরণ প্রদান বা তাদের শিক্ষার যাবতীয় দায়িত্বগ্রহণ করে নুরুল ইসলাম ফাউন্ডেশন।