কোরআন শরীফ ও ধর্মীয় বই পুস্তক বিতরণ
আল্লাহতায়ালা বলেন, ‘ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে’। (হা-মিম সাজদাহ-৩৩) মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে সুস্পষ্ট করে বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা তা অন্যের কাছে পৌঁছে দাও। (বুখারি-৩৪৬১)
সমাজের শান্তি, শৃঙ্খলা বজায়, নৈতিক উন্নয়ন এবং আল্লাহ ও আল্লাহর রাসূল (সা.)-এর পথে আহ্বানের জন্য সর্বসাধারণের মাঝে কুরআন-হাদিসের শাশ্বত বাণী বিতরণের কোনো বিকল্প নেই।
এই প্রকল্পের অধীনে কুরআন শরিফ, হাদিস শরিফসহ ইসলামের মৌলিক বিধিবিধান সংবলিত বই-পুস্তক বিতরণের মাধ্যমে ইসলামের শান্তির বারতা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছে নুরুল ইসলাম ফাউন্ডেশন।