ভিক্ষুক, পথশিশু ও অসহায় পথবাসীর পুনর্বাসন
আল্লাহতায়ালা বলেন, আর তাদের (ধনী লোকদের) সম্পদে অবশ্যই প্রার্থী (দরিদ্র) ও বঞ্চিতদের অধিকার রয়েছে।’ (সূরা আল-জারিআত-১৯) বিশ্বনবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন : ‘নিঃসন্দেহে আল্লাহতায়ালা মুসলমান ধনী লোকদের ধন-সম্পদ থেকে এমন পরিমাণ ব্যয় করা ফরজ করে দিয়েছেন, যা তাদের গরিব ও ফকিরদের প্রয়োজন পূরণে যথেষ্ট হতে পারে। তাই, গরিব-দুঃখীরা যে ক্ষুধাকাতর কিংবা বস্ত্রহীন থেকে কষ্ট পায়, তার মূলে রয়েছে ধনী লোকদের পুঁজিবাদী আচরণ। এ বিষয়ে সব সুসলমানের উচিত সাবধান হওয়া। নিশ্চয়ই জেনে রেখ, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণির লোকদের খুব কঠিনভাবে হিসাব গ্রহণ করবেন এবং তাদেরকে তীব্র যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।’ (আত্তাবরানী)।
বাংলাদেশে অগণিত ভিক্ষুক, পথশিশু ও পথবাসী অসহায় মানুষ দুবেলা দু-মুঠো ডাল-ভাতের অভাবে মানবেতর জীবন যাপন করেন। খোদাতায়ালার এই বিশাল পৃথিবীর কোথাও তাদের জন্য মিলে না এতটুকু মাথা গোঁজার ঠাঁই। দারিদ্র্য, অভাব-অনটন আর নানা রকমের অসুখ-বিসুখের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলা এ মানুষগুলো এক সময় ভুলে যান বেঁচে থাকার সার্থকতা।
সমাজের অবহেলিত এসব মানুষের মাথায় একটু ছায়া দিতে, তাদের মুখে দু-মুঠো আহার তুলে দিতে, তাদের বস্ত্রহীন শরীরে অন্তত এক টুকরো সম্ভ্রমের কাপড় পরিয়ে দিতে। সর্বোপরি তাদের ধুলোমাখা মলিন চেহারায় জীবনের উদ্দেশ্য ফুটিয়ে তুলতে নিরন্তন প্রচেষ্টা করে যাচ্ছে নুরুল ইসলাম ফাউন্ডেশন।