চেয়ারম্যানের বাণী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এর বাণীঃ
নুরুল ইসলাম ফাউন্ডেশন এমন একজন মানুষের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে যার মেধা, যোগ্যতা এবং অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই যমুনা গ্রুপ। আল্লাহর অশেষ রহমতে যার হাতে গড়া দেশের বৃহৎ শিল্পগ্রুপটি আজ সুখ্যাতি ও সাফল্যের শিখরে পদার্পণ করতে পেরেছে। যার ছায়াতলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। একজন নুরুল ইসলাম সাহেব থেকে আজ এ বিশাল কর্মযজ্ঞের শিল্পগ্রুপ। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমার বিশ্বাস নুরুল ইসলাম ফাউন্ডেশন তার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করবে।
আমি অত্যন্ত আনন্দিত এজন্য যে, নুরুল ইসলাম ফাউন্ডেশন আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণপোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার মহাপরিকল্পনা হাতে নিয়ে সুনির্দিষ্ট গন্তব্যের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।
নিসন্দেহে ফাউন্ডেশনের এসব জনকল্যাণমুলক কার্যক্রমের বিনিময় ও সওয়াব মরহুম নুরুল ইসলাম সাহেবের আত্মাকে প্রশান্ত করবে। এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার গোনাহ-খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতের মহান সম্মানিত আসনে সমাসীন করবেন। আমি পরিচিত ও অপরিচিত, দেশ- বিদেশের সবার কাছে নুরুল ইসলাম সাহেবের মাগফিরাত কামনা ও তার পরিবার পরিজন সবার জন্য কল্যাণের দোয়া চাই। দায়াময় আল্লাহ আমাদের সবাইকে মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন।