Loader
শিক্ষা, শান্তি, সেবা ও সামাজিক উন্নয়নই নুরুল ইসলাম ফাউন্ডেশন-এরমূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকার-এর মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণই আমাদের একমাত্র ব্রত। আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণপোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখি আমরা।

কালিয়াকৈরে নুরুল ইসলাম ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান


যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ-প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মেধাবী সন্তানদের জন্য নুরুল ইসলাম ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।



সূত্র জানায়, যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা রেখে এ শিক্ষাবৃত্তি প্রদানের প্রচলন করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। গত মার্চে বৃত্তির জন্য যারা আবেদন করেন, তাদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে তিনজনকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে যমুনা স্পিনিং ডিভিশনের উৎপাদন বিভাগের মনছুরা খাতুনের ছেলে ইমরুল কায়েস, বিদ্যুৎ বিভাগের ফারুক আহম্মেদের ছেলে রাতুল মিয়া ও মান নিয়ন্ত্রণ বিভাগের হাসি আক্তারের ছেলে রাহাত খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন যমুনা গ্রুপের অন্যতম কর্ণধার গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, নুরুল ইসলাম ফাউন্ডেশন সব সময় তাদের পাশে থাকবে। যমুনা গ্রুপের যতগুলো কারখানা আছে, যারা ভালো করছে, তাদের স্কলারশিপ হিসাবে অনুদান প্রদান করা হচ্ছে। এভাবে প্রতিবছর মেধাবীদের সম্মানিত করা হবে। তাদের ভালো জব দেওয়া হবে। যমুনা গ্রুপের দরজা তাদের জন্য সব সময় খোলা থাকবে। এছাড়াও তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকরি ও মা-বাবার পাশে থাকার আহ্বান জানান।



বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রাহাত খান বলেন, মা কারখানায় চাকরি করেন। যমুনা গ্রুপের নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি পেয়ে আমি খুব খুশি। ভালো লেখাপড়া করে বড় হয়ে ভালো কিছু করতে চাই। শিক্ষার্থী ইমরুল কায়েস বলেন, নুরুল ইসলাম ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতায় আমি আমার লেখাপড়া চালিয়ে দেশের জন্য কিছু করতে চাই। শিক্ষার্থীরা যমুনা গ্রুপের নুরুল ইসলাম ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেয়ে আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



সার্বিক অনুষ্ঠান উপস্থাপনা করেন যমুনা গ্রুপের জিএম (সিএসআর) শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সফিপুর যমুনা স্পিনিং ডিভিশনের মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) লিয়াকত হোসেন, সিজিএম (ইউটিলিটি) কামাল, সিজিএম (উৎপাদন) এজাজ আহম্মেদ ফরিদী, জিএম (পিএলএল) ফরিদ উদ্দিন, জিএম (রক্ষণাবেক্ষণ) নুরুজ্জামান এবং কারখানার অন্য কর্মকর্তারা।