Loader
শিক্ষা, শান্তি, সেবা ও সামাজিক উন্নয়নই নুরুল ইসলাম ফাউন্ডেশন-এরমূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকার-এর মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণই আমাদের একমাত্র ব্রত। আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণপোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখি আমরা।

বাংলাদেশের শিল্পায়নের অন্যতম পথিকৃৎ


 তোফায়েল আহমেদ 
 
দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা, বীর মুক্তিযোদ্ধা, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ১৯৪৬ খ্রিষ্টাব্দের ৩ মে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের কামালখোলা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আমজাদ হোসেন এবং মাতা জোমিলা খাতুন। জনাব নুরুল ইসলাম বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০-এর ১৩ জুলাই অকাল মৃত্যুবরণ করেন। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। আমি গভীর কৃতজ্ঞতাভরে তাকে স্মরণ করি।
নুরুল ইসলাম বাবুল ছিলেন একজন সফল শিল্পোদ্যোক্তা। বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তথা শিল্পায়নের তিনি অন্যতম পথিকৃৎ ছিলেন। জনাব বাবুল এক এক করে বহু শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ১৯৭৪-এ তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। যমুনা গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে তিনি অসামান্য মেধা, শ্রম, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে ধাপে ধাপে বস্ত্র, ইলেকট্রনিক্স, গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, পানীয়, টয়লেট্রিজ, মোটরসাইকেল এবং আবাসন খাতসহ গড়ে তোলেন ৪১টি শিল্পপ্রতিষ্ঠান।
যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যমুনা ফিউচার পার্ক, যমুনা টেলিভিশন এবং দৈনিক যুগান্তর পত্রিকা। দেশের অর্থনীতিতে বিশেষ করে মানুষের কর্মসংস্থানে নুরুল ইসলাম বাবুলের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক মানুষ কর্মরত রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাইভেট সেক্টরের যে ভূমিকা তাতে যমুনা গ্রুপ বিশেষ ভূমিকা পালন করছে। কিন্তু তার অকাল প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি তার সুযোগ্য উত্তরাধিকারীগণ সেই শূন্যতা পূরণ করতে পারবে এবং সেটাই কাম্য।
একজন সফল শিল্পোদ্যোক্তা হয়েও তাকে বিভিন্ন সময় নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। আর এর সবকিছুকেই হাসিমুখে বরণ করে তিনি সাফল্যের সঙ্গে জীবনের পথ তৈরি করে এগিয়ে গেছেন। সদা হাস্যোজ্জ্বল, কর্মীবান্ধব, বিনম্র এ মানুষটির সঙ্গে আমার আর দেখা হবে না, ভাবতেই মন খারাপ হয়। আমাদের সবাইকেই একদিন না একদিন বিদায় নিতে হবে। কিন্তু এভাবে এমন দুঃসময়ে তার এ মহাপ্রস্থান ছিল সবার জন্য বিশেষ করে আমার জন্য গভীর বেদনার।
আমি মনে করি, তার কর্মই তাকে বাঁচিয়ে রাখবে। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। সফল শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের শোকসন্তপ্ত সব সদস্যের প্রতি আমার সমবেদনা রইল। পরম করুণাময়ের কাছে আকুল প্রার্থনা তিনি যেন তাকে বেহেশতবাসী করেন।


লেখক : আওয়ামী লীগ নেতা; সংসদ সদস্য; সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ